বোয়ালখালী উপজেলায় নতুন ভোটার নিবন্ধন কাজ ১লা জুলাই,২০১৯ইং হতে শুরু হয়ে শেষ হবে ২১জুলাই,২০১৯ইং পর্যন্ত।
তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য লিপিবদ্ধ করবেন।
ভোটার নিবন্ধন করার জন্য প্রয়োজন।
১.ডিজিটাল জন্ম নিবন্ধন এর ফটোকপি।
২.পিতা ও মাতার জাতীয় পরিচপত্রের ফটোকপি।
৩.শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)।
৪.প্রবাসী হলে পাসপোর্ট এর ফটোকপি ও রির্টান টিকেট এর ফটোকপি।
৫.স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৬.জমির খতিয়ানের ফটোকপি।
৭.জাতীয়তা সনদ। এবং ভোটার হওয়ার সুপারিশনামা।
৮.ভাই/বোন/চাচা/চাচি/ফুফু/ যেকোন ৩ জনের জাতীয় পরিচয় পত্রেরফটোকপি।
৯.বিদ্যুৎ বিলের ফটোকপি।
১০.চৌকিদারী ট্যাক্সের রশিদ।
১১.ভোটার না হওয়ার প্রত্যয়নপত্র ও অঙ্গীকার নামা।
১২.দাদার মৃত্যু সনদ/জাতীয়পরিচয় পত্রের ফটোকপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস