Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
WSIS Project Prizes 2015 ইং তে ভোট প্রদান প্রসঙ্গে।
Details

WSIS Project Prizes 2015 ইং তে ভোট প্রদান প্রসঙ্গে।

 

আপনারা জেনে আনন্দিত হবেন যে, WSIS Project Prizes 2015-এ এটুঅাই প্রোগ্রাম থেকে দাখিলকৃত দু'টি Project যথাক্রমে ৩নং ক্যাটাগরিতে National Portal এবং ৪নং ক্যাটাগরিতে Teachers Portal-কে প্রাথমিকভাবে WSIS কর্তৃপক্ষ নির্বাচিত করেছে, http://groups.itu.int/stocktaking/WSISProjectPrizes.aspx#nominated-...। চুড়ান্তভাবে নির্বাচিত করার জন্য এখন ভোটদান পর্ব চলমান রয়েছে। ভোট দেওয়ার ধাপসমূহ বর্ণনা করে অাপনাদের সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য একটি ফাইল এসঙ্গে সংযুক্ত করা হল। অনুগ্রহপূর্বক নিজে ভোট দিন এবং অন্যকেও ভোটদানে উৎসাহিত করুন। একাজে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি), এসি (আইসিটি), সহকারি প্রোগ্রামার, উপজেলা টেকনিশিয়ান এবং ইউডিসি উদ্যোক্তাগণ অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। WSIS Project Prizes 2015-এ ভোট দেওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

ভোটা দানের নির্দেশিকা পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন:-

WSIS%20award%202015-%E0%A6%8F%20%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%20%E0%A...

Images
Attachments