Title
বোয়ালখালীর সকল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের পুরষ্কার প্রদান করলেন বোয়ালখালীর মাননীয় ইউএনও মহোদয়।
Details
অদ্য ২১/০৯/২০১৪ইং তারিখে সকাল ১১ টায় বোয়ালখালীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাননীয় খন্দকার নুরুল হক বোয়ালখালী সকল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তার মাঝে পুরষ্কার প্রদান করলেন। পুরষ্কার প্রাপ্ত ইউআইএসসি ও উদ্যোক্তার নাম:
১.কদুরখীল ইউআইএসসির উদ্যোক্তা-আবুল বশর।
২.পশ্চিম গোমদন্ডী ইউআইএসসির-উদ্যোক্তা মো.জামাল।
৩.পূর্ব গোমদন্ডী ইউআইএসসির উদ্যোক্তা রাজু।
৪.শাকপুরা ইউআইএসসির উদ্যোক্তা-সঞ্চিতা বড়ুয়া।
৫.সারোয়াতলী ইউআইএসসির-উদ্যোক্তা শিমুল।
৬.পোপাদিয়া ইউআইএসসির-মুন্না।
৭.চরণদ্বীপ ইউআইএসসির উদ্যোক্তা-আবু তৈয়ব।
৮.শ্রীপুর-খরন্দ্বীপ ইউআইএসসির উদ্যোক্তা-১.ইমন বড়ুয়া, ২.পলাশ ধর।
৯.আমুচিয়া ইউআইএসসির উদ্যোক্তা- প্রদীপ।
১০.আহল্লাহ কড়লডেঙ্গার উদ্যোক্তা-জনি।