উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই স্লোগানে বোয়ালখালী উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-১৫ইং এর সেরা স্টল শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন ডিজিটাল সেন্টার । ৯,১০ সেপ্টেম্বর-২০১৫ইং ২ দিন ব্যাপী উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ইং এর সমাপনী দিনে পুরষ্কার বিরতনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মানননীয় আতাউল হক,আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মাহাববুল আলম, বোয়ালখালী উপজেলা মাননীয় এসি ল্যান্ড অফিসার মাননীয় জনাব দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম,বোয়ালখালী উপজেলা প্রাক্তন উপজেলা নির্বাহী অফিসার এবং বর্তমান নরসিংদী জেলার মাননীয় এডিসি জনাব খন্দকার নুরুল হক ও অন্যান্যরা । উক্ত উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ইং তে সর্বমোট ২৫ স্টল অংশ গ্রহণ করেছে এর মধ্যে সেরা স্টলের ১ম পুরষ্কার গ্রহণ করছি ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে । এতে ২য় স্থানের পুরষ্কার হিসেবে গ্রহণ করলো মেরিট কম্পিউটার ট্রেনিং সেন্টার, ৩য় স্থানের পুরষ্কার গ্রহণ করলো ওয়ান ব্যাংক লিং। পুরষ্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্টানের মাধ্যমে উক্ত উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ সমাপ্ত হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS